Skip to content

ABOUT

হাবিব রনি 

নামঃ এইচ, এম, হাবিবুর রহমান (হাবিব রনি)
পিতাঃ মৃত মোঃ আনিসুর রহমান
মাতাঃ মৃত হালিমা রহমান১৯৯৬ সালের ৮ জানুয়ারী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিতখা গ্রামে নানা বাড়িতে পড়ন্ত বিকেলে জন্ম গ্রহণ করেছি। বরিশালে জন্ম হলেও ছোট বেলা থেকেই বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মাদরাসা দিয়ে শিক্ষা জীবন শুরু পরবর্তীতে স্কুলে পড়াশুনা, মাঝখানে নিজ গ্রামে এক বছর লেখাপড়া করে আবার ঢাকায় ফিরে আসি। পুরান ঢাকার সালেহা স্কুল এন্ড কলেজ থেকে এস, এস, সি  এবং একই প্রতিষ্ঠান থেকে এইচ, এস, সি পাশ করি এবং জাতীয় বিশ্ববিদ্যালয় থেকে বি,এ ও এম,এ পাশ করি। সাত বছর বয়স থেকে কবিতা লেখা শুরু এবং ২০১০ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় শুরু করি ভিডিও নির্মান। বর্তমানে লেখালেখি, ভিডিও নির্মান এবং রাজনীতি চর্চা করছি।
এছাড়া অভিনয়, গ্রাফিক্স ও ওয়েবসাইট ডিজাইন, ভিডিও এডিটিং, চিত্রগ্রহণ এবং ফটোগ্রাফি’র কাজেও রয়েছে সমান দক্ষতা।

লেখালেখিঃ কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, চিত্রনাট্য, এবং সমসাময়িক ব্লগ। 

ভিডিও নির্মাণঃ ফিকশন, সিনেমা, সিরিজ, স্বল্প দৈর্ঘ্য চলচ্চিত্র, মিউজিক ভিডিও, ওটিটি কন্টেন্ট, বিজ্ঞাপন ও ডকুমেন্টারি। 

ডিজিটালঃ গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট, ডিজিটাল মার্কেটিং, এনিমেশন।

রাজনৈতিক দলঃ বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)

ধর্মঃ ইসলাম

অধ্যায়ন করা শিক্ষা প্রতিষ্ঠানঃ
জাতীয় বিশ্ববিদ্যালয় (নিউ মডেল বিশ্ববিদ্যালয় কলেজ)
সালেহা স্কুল এন্ড কলেজ 
পাতারহাট সরকারি মুসলিম মাধ্যমিক বিদ্যালয়
জাতীয় তরুণ সংঘ শিক্ষা নিকেতন
হাজারীবাগ নূরে হাওয়া মাদরাসা

প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানঃ দুপুর (DOOPUR)  এর  প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। জীবন সঙ্গীঃ রাত্রি রহমান (কানিজ ফাতিমা রাত্রি)স্বপ্নঃ একজন কবি, চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিক হওয়ার এবং দেশের ও দেশের মানুষের সেবা করা এবং সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার। 

শখঃ অবসরে বই পড়া, সিনেমা দেখা, ভ্রমণ করা এবং আড্ডা দেওয়া।