নষ্ট নারী ।। কবিতা
নষ্ট নারী
– হাবিব রনি
পৌষের দুপুরে তুমি আবার এলে
ঠিক সতের বছর পরে,
বালি মাখা খালি পা আর
খোলা চুলে গায়ে শাড়ি জড়িয়ে।
সমস্ত আচল জুড়ে প্রেমের নিবেদন
নেশা ভরা চোখ আর
তপ্ত রোদে ঝরা ঘামের নোনা জল,
তোমার শরীর জুড়ে অন্য কারো ঘ্রাণ।
নেশাযুক্ত পাপের দেহে এখন
জমে গেছে বহুপুরুষের নিশ্বাস।
এতো দিনে নষ্ট হয়েছো বহুবার
অথচ ঠিক এখানেই ছিলো আমাদের সংসার।