আমিও মানুষ ।। কবিতা
আমিও মানুষ
– হাবিব রনি
কোনো দিকে কিছু নাই
চাইরদিকে খালি ময়লার স্তুপ আর ছিড়া পলিথিন,
অথচ আমার ক্ষুদার্ত চোখ খুইজা বেড়াইতাছে
লোহা, শিশা নাইলে খালি বোতল।
আইজ তিনদিন না খাইয়া আমি ক্লান্ত ,
দিবে কি ভাই আমারে একটু সামান্য
হ, ওই ওডুক হইলেই চলবো।
হাতে দিতে ঘৃণা হইলে ছুইড়া ফালাও
আমি কুত্তার মত তাই খামু ।
আহ কি শান্তি !
পেটের জ্বালা কি তা কেমনে বুঝাই,
আমি সারাদিন পথে ঘাটে ময়লার স্তুপে
যা পাই বেইচা খাই।
ঘর নাই পথে ঘুমাই !
এই শহরে অনেক মানুষ অনেক মানুষ
হেগো ভিড়ে আমি আরেক মানুষ,
আমার ঘর নাই, টাকা নাই, লাজ লজ্জা নাই
বড় কথা আমার কেউ নাই।
সারা দিন শেষে দশ বা পাচ টাকা যা পাই,
তা দিয়াই খাই।
বন্ধু নাই, ভাল কওনের কেউ নাই
তয় মন্দ কওনের অনেক আছে
ভালবাসার কেউ নাই, আমার কেউই নাই।
নদীর জল গুলা চোখে মুখে দিইয়া একটু শান্তি পাই
নদীকেই আপন করে পাই।
নদীর মত আপন আরেক নারী আছিলো
আজ সে নাই তাই আমার কেউ নাই
সেই নারী ছিলো আমার মা
আইজ মা নাই।
মা তুই কই মা কেউ আমারে দেখতে পারে না !
সবাই আমারে টোকাই কয়
তুই কই মা।