– হাবিব রনি
ভিড় ঠেলে ঠুলে ঢুকে পড়লাম
পুরোনো প্রেমিকার দেহের ভেতর।
নষ্ট প্রেমিকা আমার অনেক জনের কাছে
মনের সওদা করেই চলে
কাছে টেনে আবার দেয় দূরে সড়িয়ে।
গরমে মরলেও সে ঠাসাঠাসি তে খুশি
থেমে চলতেই প্রিয়তমা জানে বেশি
আমিও কেমন যেন ছ্যাচড়া ধরনের
এই ধুলির শহরে চলি
অচল প্রেমিকার বুকে ভর করে।