রুই কাতলা বোয়াল
– হাবিব রনি
শিশির ভেজা সকাল বেলা
ঘোলা জলের খাল
রুই কাতলা বোয়াল ধরবো
তাই পেতেছি জাল।
ঘন্টার পর ঘন্টা যে যায়
দিচ্ছে তারা ফাঁকি
দিন শেষে চেয়ে দেখি
জুটলো দুটি পুটি।
পুটি বেটা বেজায় পাজি
করে লাফালাফি
সামাল দিতে গিয়ে শেষে
নিজেই জলে ভিজি
ভেজা গায়ে ফিরছি বাড়ি
মা মারবে আজ
তবু নিজের সাথেই ধরলাম বাজি
ধরবো তোদের কাল।