রাজপথ
– হাবিব রনি
আমি কিছু ভুল বানানে নিজেকে
নিজের মত করে সাজিয়েছি,
তোমাদের নিয়মের বাইরে আমার বসবাস
ঠিক ডানা মেলে ছুটে চলা পাখিদের মত।
নিষিদ্ধ মিছিলে আমার যাত্রায়
তোমাদের রক্ত চক্ষু আমার কাছে বিরক্ত,
আমি প্রতিদিন মরে মরে বাঁচি
তোমরা আর কি মারবে!
আমার কাছে তোমরা এক মিথ্যা,
মূল্যহীন অগোছালো সমাজ
অথবা ক্ষয়ে যাওয়া রাষ্ট্র।
তোমাদের মেরামতে আমি বারবার
কেপে ওঠা মানচিত্র।
সাহসী কবিতা, সুদিন আসবেই।