ভাড়া লাগবো না
– হাবিব রনি
তোমার শহরে অনেক ঘুরছি
টং দোকানে চা খাইছি
সারাদিন গায়ে ধুলি মাখছি,
গাড়ির প্যা পু শুনতে অভ্যস্ত হইছি
এক টাকার ভুল পাচ টাকায় সারছি।
তোমার বাড়ির কলিং বেলটা টিপতে না পাইরা
রিকশার বেল সারাদিন টিপছি,
তোমার চেয়ে সুন্দরী মাইয়া যাত্রী করছি
হিংসা হয়? হইলে তুমিও আসতে পারো
ভাড়া লাগবো না।
তোমার জন্য চুড়ি কিনছি আলতা কিনছি
তোমার কথা মনে কইরা সব ড্রেনে ফালাইছি,
সামনের মাসে আমি আমার বাড়ি যাইতাছি
তবে এই শহরে তোমার মত অনেকরেই দেখছি।