পরপৃষ্ঠা
-হাবিব রনি
চৈত্রের রোদে পুড়ে যাওয়া দেহে
ঘাম ঝরে ঝরে পড়ে
তুমিও ঝরে যাও
নোনা জল হয়ে
যেমনটা মনে গেথে ছিলে
ভেজা প্রেম হয়ে।
সাঝের বেলায় অন্ধকার ঘরে
সুখ পালায় অভাবের ভারে
তুমিও দূরে সরে যাও
অমাবস্যার হাত ধরে
যেমনটা ঘর বেধেছিলে
চাঁদ দেখার ছলে।
Be First to Comment