কবিতাশব্দ খেলা

নালিশ ।। কবিতা

নালিশ ।। কবিতা

নালিশ

– হাবিব রনি

আমি কি কইম?
ব্যাক কতা তো হেয় কইয়া দিছে।
আমি আছিলাম মাঝি বাড়ি,
দেহা করনের পর কইলো
পাচ টাহার ধান কিনবো।
আমি খালি মাতা ঝুলাইছি,
আর মাঝির পো’র নাও ডা
বারো টাহায় বেচলো।
আমি কিছু দেহি নাই,
খালি দেকলাম একটা মাইআ
মাঝির ঘরে ঢোকলো।
কন এইয়া কি আমি কেউরে কইছি?
এই যে চাচা আমনে টুলু চাচার
জমিন টিপ সই দিয়া নিছেন
হেইয়া কেউর ধারে কইছি?
জিগান এই ভরা মজলিসে।
আবার মাইনসে কয়
আমার পেডে কথা হজম অয় না।
কেউ কইতারবো না,
আমি কেউর মাতায় বারি দিছি?
বিচার করেন চাচা বিচার করেন।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!