তোমাকে ছুয়ে দিবো বলে
– হাবিব রনি
তোমাকে ছুয়ে দিবো বলে,
তোমার চলে যাওয়া পথে অপেক্ষায় থাকি
প্রতিদিন চিঠি লিখি,
তোমার দেয়া সেই ভুল ঠিকানায়।
তোমার নষ্ট নিঃশ্বাসের উষ্ণতা আর
আমাকে গোপনে বলা কিছু অশ্লীল বাক্য,
আজও খুব যত্ন করে রাখা আছে
শুধু তোমাকে ছুয়ে দিবো বলে।
কত বসন্ত পার করেছি
অজস্র দরজায় কড়া নেড়েছি,
শুধু আঙ্গুলে আঙ্গুল রেখে
তোমার ঠোটে কলঙ্ক ছুয়ে দিবো বলে।