কোথাও শান্তি নাই
– হাবিব রনি
কোথাও শান্তি নাই
এক বয়াম,
অথবা এক শিশি শান্তি চাই।
সমস্ত শরীরে মেখে বেড়াবো
বাতাসে ছড়িয়ে দিবো
কারণ, কোথাও শান্তি নাই।
কারফিউ বা হরতালেও শান্তি ছিলো
অথচ আজ,
প্রিয়তমার উষ্ণ আলিঙ্গনেও শান্তি নাই।
হতাশায় নদীর কাছে গিয়ে ফিরে আসি
সেখানেও ফুরিয়ে গেছে
সত্যি, কোথাও শান্তি নাই।
Be First to Comment