নামঃ হাবিব রনি পিতাঃ মৃত মোঃ আনিসুর রহমান মাতাঃ মৃত মোসাঃ হালিমা রহমান পুরো নাম এইচ, এম, হাবিবুর রহমান। ১৯৯৬ সালের ৮ জানুয়ারী বরিশাল জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার বাজিতখা গ্রামে নানা বাড়িতে পড়ন্ত বিকেলে জন্ম করেছি। বরিশালে জন্ম হলেও ছোট বেলা থেকেই বেড়ে ওঠা রাজধানী ঢাকায়। মাদরাসা দিয়ে শিক্ষা জীবন শুরু হলেও পরবর্তীতে স্কুলে পড়াশুনা, মাঝখানে নিজ গ্রামে এক বছর লেখাপড়া করে আবার ঢাকায় ফিরে আসি। ২০১২ সালে পুরান ঢাকার সালেহা স্কুল এন্ড কলেজ থেকে এস, এস, সি এবং ২০১৪ সালে একই প্রতিষ্ঠান থেকে এইচ, এস, সি পাশ করি। বর্তমানে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আওতাধীন স্নাতক এ অধ্যায়নরত। ছোটবেলা থেকেই কবিতা লিখা শুরু এবং ২০১০ সালে নবম শ্রেণিতে পড়া অবস্থায় শুরু করি ভিডিও নির্মান। বর্তমানে লেখালেখি, অভিনয়, ভিডিও নির্মান, ওয়েব ডেভেলপমেন্ট এবং রাজনীতি চর্চা করছি। কবিতা, গল্প, উপন্যাস, নাটক, গান, চিত্রনাট্য লেখা, অভিনয়, গ্রাফিক্স ডিজাইন, ওয়েবসাইট ডিজাইন, ভেকটর আর্ট, ভিডিও এডিটিং, চিত্রগ্রহণ, ভিডিও পরিচালনার কাজেও রয়েছে দক্ষতা। তবে স্বপ্ন একজন কবি, চলচ্চিত্র নির্মাতা ও রাজনীতিক হওয়ার এবং দেশের ও দেশের মানুষের সেবা করা এবং সারা বিশ্বে বাংলাদেশকে তুলে ধরার। শখ হচ্ছে অবসরে বই পড়া, সিনেমা দেখা, ভ্রমণ করা এবং আড্ডা দেওয়া। বর্তমানে জিরো বক্স (XIRO BOX) এর প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছি। জিরো বক্স (XIRO BOX) এর রয়েছে অনেকগুলো শাখা প্রতিষ্ঠান। বিস্তারিত জানতে ভিজিট করুন www.xirobox.net |


