– হাবিব রনি
আমাদের দেশটা এখন ডিজিটাল হয়ে গেছে
দিনের ভোট রাতে, মানুষের ভোট রোবোটে
শুধু অধিকার আদায় আর হলো না।
সরকারী অফিসের পিওনের গাড়ি-বাড়ি হলো
বিদেশে সেকেন্ড হোম বানিয়ে নিলো
তবে রাবেয়া খালার একটা শাড়ি হলো না।
টিনসেট থেকে অট্রালিকা হয়েছে
এখন ঘরে নতুন শো পিছে কানায় কানায় ভরা
সেই ঘরে শুধু বাবা মায়ের ঠাই হলো না।
অফলাইন থেকে সব অনলাইন হলো
বাজার এখন ই-কমার্স সেবা
শুধু মানের নিশ্চয়তাটাই হলো না।
ফেসবুকে সবার খবর রাখি
নিয়মিত হয় লাইক কমেন্ট
শুধু ঘরের মানুষের খোজ নেয়াটাই হয়ে ওঠে না।
কর্পোরেট জীবনে এইতো বেশ
সবাই কত স্মার্ট, শুনে বুঝে বলি কথা
শুধু প্রাণ খুলে হাসিটাই হাসা হলো না।
আসলে
আমাদের সব হয়েও কিছুই হলো না।
খুব ভালো লাগছে,,, ভাই এগিয়ে যান দোয়া ও ভালোবাসা রইল আপনার প্রতি।